ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের কাছে বিচার চাইলেন জামালপুরের ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
সাংবাদিকদের কাছে বিচার চাইলেন জামালপুরের ডিসি সাংবাদিকদের কাছে বিচার চাইলেন জামালপুরের ডিসি-ছবি: বাংলানিউজ

জামালপুর: সাংবাদিকদের কাছে বিচার চাইলেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শাহাবুদ্দিন খান। তার নামে একটি দৈনিকে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ তুলে এ বিচার চান তিনি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দৈনিকটিতে জেলা পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে ‘ডিসি বললেন, উন্নয়নের রুপকার খালেদা জিয়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সন্ধ্যায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে উপস্থিত সাংবাদিকদের কাছে বিচারটি চান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে সংবাদটি প্রকাশ কর‍া হয়েছে। যাতে ন্যূনতম সত্যের লেশমাত্র নেই’।

এ সময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান ও দুই প্রেসক্লাবের কর্মকর্তাসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
বিএসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।