ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষেতলালে দুই মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
ক্ষেতলালে দুই মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ৪১০ পিস ইয়াবাসহ লিখন (২৮) ও রাজ্জাক (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মনপুরা বাজার এলাকা থেকে তাদের আটক কর‍া হয়।

আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার জামালপুর চারমাথার সাইদুল হোসেনের ছেলে লিখন হোসেন ও আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপিনাথপুর গ্রামের আবু তালেবের ছেলে আব্দুর রাজ্জাক।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর হাসান আরাফাত বাংলানিউজকে জানান, র‌্যাবের উপ-সহকারী পরিচালক শহিদুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লিখন ও রাজ্জাককে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৪১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
বিএসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।