আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার জামালপুর চারমাথার সাইদুল হোসেনের ছেলে লিখন হোসেন ও আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপিনাথপুর গ্রামের আবু তালেবের ছেলে আব্দুর রাজ্জাক।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর হাসান আরাফাত বাংলানিউজকে জানান, র্যাবের উপ-সহকারী পরিচালক শহিদুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লিখন ও রাজ্জাককে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
বিএসকে/এএসআর