জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনসহ স্থানীয় জন প্রতিনিধিরা দফায় দফায় ইজেতেমাস্থল পরিদর্শন করছেন।
সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ইজতেমায় আগতদের নিরাপত্তায় আয়োজক কমিটির সঙ্গে সার্বিক দিক নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্য মাঈনুল ইসলাম খান।
ইজতেমা আয়োজক কমিটির সদস্যরা জানান, ২ ফেব্রুয়ারি আছরবাদ আম বয়ানের মধ্য দিয়ে জেলা ইজতেমা শুরু হবে। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
এদিকে জেলার পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান জানান, ইজতেমা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সব রকমের সহযোগীতার করা হবে। মাঠ ও মাঠের বাহিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমএস/বিএসকে