ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
পাবনায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

পাবনা: পাবনার চরগোবিন্দপুর বাজার এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার গাজিবাড়ি গ্রামের আব্দুল হানিফের ছেলে আরিফ হোসেন, বরিশাল জেলার মুলাদি থানার মোশারফের ছেলে পারভেজ হোসেন ও গোপালগঞ্জ জেলার শরিফুল ইসলামের ছেলে বিপ্লব।

মাধপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মহিদ হোসেন বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে পাবনাগামী বৈদ্যুতিক সরঞ্জামবাহী একটি ট্রাক চরগোবিন্দপুর বাজার এলাকায় এলে  চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে ট্রাকটি উল্টে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।

খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানাতে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭/আপডেট: ১৪৫৮ ঘণ্টা
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।