নিহতরা হলেন- চাঁদপুর জেলার গাজিবাড়ি গ্রামের আব্দুল হানিফের ছেলে আরিফ হোসেন, বরিশাল জেলার মুলাদি থানার মোশারফের ছেলে পারভেজ হোসেন ও গোপালগঞ্জ জেলার শরিফুল ইসলামের ছেলে বিপ্লব।
মাধপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মহিদ হোসেন বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে পাবনাগামী বৈদ্যুতিক সরঞ্জামবাহী একটি ট্রাক চরগোবিন্দপুর বাজার এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানাতে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭/আপডেট: ১৪৫৮ ঘণ্টা
আরবি/টিআই