শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিচোঁ বাজারের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি বানিচোঁ গ্রামের বাসিন্দা।
বানিচোঁ এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আনোয়ারের স্ত্রী নেই। দুই ছেলে চাকরি করেন। তিনি বানিচোঁ বাজারের সঙ্গে ছোট একটি ঘরে একাই ঘুমাতেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার গলাকেটে মরদেহ ঘরের বাইরে ফেলে চলে যায়। ভোরে মানুষ নামাজ পড়ে যাওয়ার সময় তার মরদেহ দেখতে পান।
মেহের উত্তর ইউপির চেয়ারম্যান মনির হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাটি জানার পর শাহরাস্তি থানায় খবর দেওয়া হয়। পরে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মান্নান বাংলানিউজকে জানান, নিহত আনোয়ারের ধারালো অস্ত্র দিয়ে গলাকাটার দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আরবি/