নন্দীপাড়া থেকে ত্রিমোহনী সড়কের হাতে হাত ধরে এগিয়ে গেছে মান্ডা খালের অংশটি। ওয়াসার খাতায় এর নাম ‘জিরানী খাল’।
সোমবারের (২৩ জানুয়ারি) সরেজমিনে নজরে আসে, ৩০ ফুট খালের সীমানা নির্ধারণ করে পিলার পুঁতেছে ওয়াসা। স্থানীয়রা জানান, এগুলো বছর দু’য়েক আগে পোঁতা।
খালের সড়কঘেঁষা পাড়জুড়ে অবৈধভাবে তোলা হয়েছে দোকানপাট। রয়েছে- মুরগি, শাকসবজি, চা, হোটেল, কাঠ, জ্বালানি কাঠ, মুদি দোকান, হাঁড়িপাতিল, দরজি দোকান, রিকশা-সাইকেল সারাই, সেলুন, বিস্কুটের কারখানা, রিকশা-সাইকেল গ্যারেজ, ভাঙাড়ি, মাছের দোকান, পান-সুপারি, বেড-বালিশ প্রভৃতির দোকান।
খালের পাড়ঘেঁষে কেবল দোকানপাটই নয়, রয়েছে বাড়িও। নিম্নবিত্ত মানুষ সব। কোথাও থাকার জায়গা নেই তাই সরকারি জমি পেয়ে টিন বা কাঠের বাড়ি তুলেছেন।
এ পাড়ের দোকানপাট ও বাড়িঘরের যতো ময়লা-আবর্জনা, সবকিছুর ঠিকানা এই খাল। যেনো খালটি গণ ডাস্টবিন। ময়লা ফেলতে ফেলতে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এভাবে রোজ ফেলতে লাগলে, ময়লা-আবর্জনাতেই খাল বুজে যাবে শঙ্কা সচেতন স্থানীয়দের।
ওপাড়জুড়ে কাঁচা-পাকা বাড়িঘর। চার-পাঁচতলা অ্যাপার্টমেন্টও রয়েছে। প্রত্যেকেরই দাবি, এসব ব্যক্তি মালিকানার জমি। ওইসব বসতবাড়ির পয়ঃনিষ্কাশনের ঠিকানাও এই খাল। বাড়িগুলো থেকে ময়লা পানি বহন করে নিয়ে আসা পাইপ এসে শেষ হয়েছে খালে।
অথচ বোর্ডে লেখা ঢাকা ওয়াসার পরিষ্কার নির্দেশ- ‘খালের মধ্যে সাঁকো, পানির লাইন, মাচা, ঘরবাড়ি, টয়লেট, দোকান, রিকশা গ্যারেজ ইত্যাদি নির্মাণ দণ্ডনীয় অপরাধ’।
অবশ্য খোদ ওয়াসার স্যুয়ারেজ লাইন খালে এসে এসে মিশেছে। খালপাড়ে জেলা পরিষদ নির্মিত দোতলা মাদারটেক-নন্দীপাড়া বাণিজ্যিক বিপনী মার্কেটের পেছন দিকে দেখা গেলো, মোটা সিমেন্টের পাইপ দিয়ে বিরামহীন ময়লা পানি এসে পড়ছে খালে।
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে প্রাথমিকভাবে আগামী ০৬ ও ০৯ ফেব্রুয়ারি, নন্দীপাড়া-ত্রিমোহনী খাল ও হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার অবৈধ জায়গা দখলমুক্তির জন্য অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন।
অবৈধ জায়গা দখলমুক্তি ও স্থাপনা উচ্ছেদের প্রধান কারণ, প্রায় মরে যাওয়া খাল পুনরুদ্ধার।
সেক্ষেত্রে ওয়াসার নির্দেশ অনুযায়ী, অবৈধ জায়গা ও স্থাপনার পাশাপাশি খালে ময়লা-আবর্জনা ফেলা ও পয়ঃনিষ্কাশনের জন্য ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।
স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল হোসাইনের সঙ্গে কথা হয় নন্দীপাড়া মূল বাজারে। তার চাওয়া, মেয়র অবৈধ জায়গা দখলমুক্তি ও স্থাপনা উচ্ছেদের ব্যাপারেও কঠোর পদক্ষেপ নেবেন।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসএনএস