শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। বিমল উপজেলার মথুরাপুর ইউপির মামুদপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিমল বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরে অনেক জায়গাই খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। দুপুরে স্থানীয়রা এলাকার একটি পুকুর পাড়ে বিমলের মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বাংলানিউজকে জানান, বিমল সবসময় নেশা করতো। এ কারণেই তার মৃত্যু হতে পারে। তবে কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজি