শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সখিপুর থানার খাস গাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আফরিনা খাস গাজীপুর গ্রামের আলমাছ মোল্যার মেয়ে ও মোল্যারহাট আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।
আফরিনার চাচা মিজান মোল্যা বাংলানিউজকে জানান, বিকেলে রাস্তা পার হচ্চিলো। এসময় একটি অটোরিকশা আফরিনাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা আফরিনাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম বাংলানিউজকে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজি