ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘সার্চ কমিটি নিরপেক্ষ, দলীয়করণের অভ্যাস তাদের’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
‘সার্চ কমিটি নিরপেক্ষ, দলীয়করণের অভ্যাস তাদের’ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ, যারা সার্চ কমিটির সমালোচনা করে তাদের দলীয়করণের অভ্যাস রয়েছে, আমাদের নয়।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় মন্ত্রী বস্তুনিষ্ঠ সংবাদ ও জনগণের উন্নয়নে সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

কসবা প্রেসক্লাব সভাপতি সোলেমান খানের সভাপতিত্বে ও নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কায়সার জীবন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।