ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘প্রতিটি শিশুই মেধাবী এবং সৃজনশীল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
‘প্রতিটি শিশুই মেধাবী এবং সৃজনশীল’

নওগাঁ: শিশুদের লেখাপড়ার পাশাপাশি শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে বড় করে তুলতে হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে নওগাঁ সরকারি জেলা স্কুলের ১০০ বছর পূর্তি উৎসব উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি শিশুই মেধাবী এবং সৃজনশীল।

তাদের এ মেধা এবং সৃজনশীলতাকে মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। এজন্য শিশুদের লেখাপড়ার পাশাপাশি শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে বড় করে তুলতে হবে। এটা করতে পারলে মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

সংস্কৃতিমন্ত্রী বলেন, পরীক্ষায় ভালো ফল করলেই জীবনে সফল হওয়া যায়, এ কথার কোনো ভিত্তি নেই। ভালো করে কেউ যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন আবার কেউ কেউ নিজের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করে শিল্পী হবে, কবি-সাহিত্যিক হবে। শিশুদের সেই সৃজনশীলতাকে বিকশিত করতে হবে। এটার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদেরই নিতে হবে।

আসাদুজ্জামান নূর বলেন, শিক্ষকরা আমাদের ছোট্ট চারাগাছের মতো লালন-পালন করতেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধ‍ুলা-সংস্কৃতিতে সমানভাবে অংশ নিতে উদ্বুদ্ধ করতেন। কিন্তু এখনকার লেখাপড়ায় পার্থক্য দেখা দিয়েছে। এখন ভালো ফলাফল করাই শিক্ষক-অভিভাকদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এখনকার শিক্ষাব্যবস্থাকে আমি বলি, জিপিএ-৫ নির্যাতন শিক্ষাব্যবস্থা। জিপিএ-৫’র প্রতিযোগিতায় দৌড়াতে গিয়ে আমাদের শিশুদের মধ্য থেকে মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে।

এর আগে দুপুরে জাতীয় পতাকা উত্তোলন ও শতবর্ষ পূর্তির ১০০টি বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন মন্ত্রী।

সকালে শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।