ফজলুল হক বলেন, শিক্ষিত জাতি গড়তে চাইলে আমাদের এখনই শিক্ষানীতির আমূল পরিবর্তন করতে হবে। না হলে দেশে শিক্ষানীতি বলতে কিছু থাকবে না।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ভাবনা আয়োজিত ‘জাতীয় শিক্ষানীতি ও শিক্ষাআইন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ দাবি উপস্থাপন করেন।
উল্লেখযোগ্য দাবিগুলো হল- প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত রেখে এর মান উন্নয়নের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, পঞ্চম ও অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা বাতিল করতে হবে, সৃজনশীল পরীক্ষা পদ্ধতি বাতিল করতে হবে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বাংলা ভাষা শেখার ব্যবস্থাকে যথাসম্ভব উন্নত করতে হবে, প্রাথমিক শিক্ষা সবাইকেই গ্রহণ করতে হবে, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট মহল সমূহের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ও বিশ্ববিদ্যালয়গুলো ও কলেজের সেমিস্টার এক বছর করে করতে হবে।
এ সময় তিনি তার দাবিগুলো পর্যালোচনা করে দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নাগরিক ভাবনার আহ্বায়ক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী ম. ইনামুল হক ও লে. কর্নেল (অব.) এ ওয়াই জুবায়ের উল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এমএ/এএটি/পিসি