সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণে নবীন-প্রবীণদের মিলনমেলায় পরিণত হয় দু’দিনব্যাপী পুনর্মিলনী উৎসব।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং গ্রাউন্ড থেকে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় অডিটোরিয়ামে উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয়। বিভাগীয় প্রধান অধ্যাপক হাসানুজ্জামান শ্যামলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া, অধ্যাপক রেজাই করিম খোন্দকার, ড. নাসিম সাঈদী, জি এম হারুনুর রশীদ ও কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দীন।
ড. ফরাস উদ্দীন বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু নির্মিত হতে চলেছে।
সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার দুই দিনব্যাপী এ উৎসব শেষ হবে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এএটি/এসএইচ