শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সোনামসজিদ মহাসড়কের রাণীহাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। সাহু আলী নয়ালাভাঙা ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় রাণীহাটি বাজারে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়ে সাহু আলী ঘটনাস্থলেই মারা যান।
মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এনটি