শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত এ মেলা জুড়ে ছিল ইলিশের বাহারি প্রদর্শনী।
চাঁদপুর চেম্বার অব কমার্স আয়োজিত এ মেলায় সহযোগিতা করেছে জেলা প্রশাসন ও আকিজ গ্রুপের উৎপাদিত পানীয় ক্লেমন।
এ আয়োজনের সঙ্গে জড়িতদের সাধুবাদ জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং চাঁদপুরের সন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেন, সরকারের সঠিক পদক্ষেপের কারণে আজ দেশের ঘরে-ঘরে ইলিশ পৌঁছে গেছে। এ পদক্ষেপ সফল করতে চাঁদপুরের কৃতিত্ব সিংগভাগ। এই সহযোগিতা আপনারা (চাঁদপুরবাসী) অব্যাহত রাখুন।
তিনি বলেন, চাঁদপুরে বেড়ে উঠে রুপালি ইলিশ। চাঁদপুরের উন্নয়নের এসব ইলিশ দেশে-বিদেশে রফতানি করতে শুধু সরকারের পদক্ষেপ নয়, স্থানীয় জনগণ ও এলাকার জেলেদের সহায়তা জরুরি।
চাঁদপুর জেলা ব্রান্ডিং ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আখন্দ সেলিম বলেন, এ মেলার মধ্যদিয়ে দেশের ঐতিহ্য এবং আকর্ষণীয় বিষয়স্তুকে তুলে ধরে সমগ্র বাংলাদেশ ব্রান্ডিং করার লক্ষ্যে এক নতুন মাইলফলক তৈরি করা হলো। আমরা আশা করবো চাঁদপুর হবে বাংলাদেশে প্রথম সিঙ্গাপুর। চাঁদপুরের উন্নয়নে সরকারের আর্থিক সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব এস এম গোলাম ফারুক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী (কামাল চৌধুরী), সংসদ সদস্য ড. সামছুল হক ভূঁইয়া, চাঁদপুরের জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল, চাঁদপুরের পুলিশ সুপার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
চাঁদপুরের ঐতিহ্য নিয়ে একটি ভিডিও চিত্র উপস্থাপন করেন মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এরপর আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটির নাম দেওয়া হয়েছে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ইলিশের মেলাটি শেষ হয়।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
জেডএফ/টিআই