ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সার্কভুক্ত দেশের ৪৬ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো সাফা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
সার্কভুক্ত দেশের ৪৬ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো সাফা সার্কভুক্ত দেশের ৪৬ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো সাফা/ছবি-বাংলানিউজ

ঢাকা: আর্থিক ও অনার্থিক প্রতিষ্ঠানের সর্বোত্তম বার্ষিক প্রতিবেদন-২০১৫ এর জন্য ১৩টি ক্যাটাগরিতে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত ৪৬টি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্স (সাফা)।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে দি ইনস্টিটিউট অব চার্টার্স একাউন্ট্যান্টস  অব বাংলাদেশ (আইসিএবি)।

বাংলাদেশ থেকে ১০টি, শ্রীলঙ্কা থেকে ২৭টি, পাকিস্তান থেকে ৭টি এবং ভারত থেকে ২টি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে।

পুরস্কৃত বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হলো- আর্থিক সেবাখাতে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে উদ্দীপন চ্যাম্পিয়ন, ব্র্যাক রানার আপ ও সাজেদা ফাউন্ডেশন দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়।

ব্যাংকিং খাতে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের প্রাইম ব্যাংক প্রথম ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক দ্বিতীয় পুরস্কার পায়। কর্পোরেট সুশাসনের জন্য বাংলাদেশের আইডিএলসি ফাইন্যান্স প্রথম এবং প্রাইম ব্যাংক দ্বিতীয় পুরস্কার পেয়েছে। এছাড়া ব্যক্তিখাতে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রথম পুরস্কার পেয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, সাফা সভাপতি এএসএম নাইম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
ওএফ/আরআর/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।