এসময় তিনি বলেন, বিজ্ঞান হচ্ছে এমন একটি বিষয় যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে। বর্তমানে কৃষি, ব্যবসা, পড়াশুনা, চাকরিসহ সবকিছুতেই তথ্য-প্রযুক্তির ব্যবহার হচ্ছে।
তিনি বলেন, দেশে চার-পাঁচ লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন। আয় করছেন এক বিলিয়ন ইউএস ডলার। প্রতিবেশী দেশ ভারত আয় করছে পাঁচশো বিলিয়ন ডলার। তথ্য ও প্রযুক্তিখাতে কর্মসংস্থানের অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগাতে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার।
সেবা, উন্নয়ন ও উদ্ভাবনে আমরা-স্লোগান নিয়ে চালু হওয়া এ “খুলনা টিভি ডটকম” এ প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা খুলনার সরকারি প্রতিষ্ঠানের সেবা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং উদ্ভাবন তুলে ধরা হবে। পরবর্তী ২১ ঘণ্টায় সাতবার অনুষ্ঠানগুলো পুনঃপ্রচার করা হবে।
একই অনুষ্ঠানে এসডিজি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মলি¬ক আনোয়ার হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) সুলতান আলম।
এছাড়াও ১৩টি ক্যাটাগরিতে মনোনীতদের হাতে ‘খুলনা জেলা প্রশাসক পদক ২০১৬’ তুলে দেন প্রধান অতিথি মো. আবদুস সামাদ।
২৬ জানুয়ারি শুরু হওয়া মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা।
বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এমআরএম/এএটি/আরএ/এসই