ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

এবার শীতার্ত মানুষের পাশে টি হ্যাভেন রিসোর্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এবার শীতার্ত মানুষের পাশে টি হ্যাভেন রিসোর্ট কম্বল বিতরণ করছেন আবু সিদ্দিক মু. মুসা-ছবি: আবু বকর

শ্রীমঙ্গল: অনেক সুন্দর, অনেক ভালো, অনেক ভালো লাগার উৎস হিসেবে আগেই নাম কুড়িয়েছে শ্রীমঙ্গলের টি হ্যাভেন রিসোর্ট। রিসোর্টটির পরিচালক সাদামনের মানুষ আবু সিদ্দিক মু. মুসার হাত ধরে এবার প্রতিষ্ঠানটি দাঁড়িয়েছে দেশের শীতলতম এলাকা শ্রীমঙ্গলের অসহায়, দরিদ্র শীতার্ত মানুষের পাশে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তরসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় শৃঙ্খলার সঙ্গে শীতবস্ত্র বিরতণ করা হয়।
 
টি হ্যাভেন নিয়ে কথা বলতে গেলেই যে মানুষটির নাম ঘুরে ফিরে সামনে আসে সেটি পরিচালক মুসার নাম।

সিদ্দিক চাচা হিসেবে তার খ্যাতি বেশি। আন্তরিকতা আর মুগ্ধতা ছড়ানো আপন করে নেওয়ার ক্ষমতায় টি হ্যাভেন পর্যটকদের কাছে এখন আস্থার জায়গা।
 
এতোকিছুর পেছনের কারণটা জানা গেলো এদিন ইউপি চেয়ারম্যানের বক্তব্যে। বক্তব্য রাখছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাণু লাল রায়-ছবি: আবু বকর
 
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাণু লাল রায় বলেন, সিদ্দিক ভাইয়ের পরিবারের সবাই এ অঞ্চলে ভালো কাজের জন্য বিখ্যাত। সবসময় এ পরিবারটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ওনার বাবা আহমদ মিয়া রাস্তা দিয়ে হাঁটার সময় ছোট শিশুদের জন্য পকেট ভরে রাখা চকলেট বিলোতেন। আনারস বাগান থেকে জিপে করে ফেরার সময় দরিদ্রদের খেতে দিতেন। তার সে ঐতিহ্য ছেলেরাও ধরে রেখেছে।
 
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হয়ে জনগণের পাশে থাকতে অনুপ্রেরণা যোগান, সাহস যোগান সিদ্দিক ভাইয়ের মতো মানুষ। তার টি হ্যাভেন রিসোর্টের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়ে আমাদের মাধ্যমে শীতার্তদের দেওয়া হচ্ছে তাতে আমরাও সম্মানিত বোধ করছি।
 
কম্বল বিতরণ অনুষ্ঠানে নারীরা-ছবি: আবু বকরআগে থেকে দরিদ্রদের কাছে টোকেন পৌঁছে দিয়ে সে টোকেন দেখানো সাপেক্ষে সবাইকে বস্ত্র দেওয়া হয়।
 
জনসেবামূলক এ কাজের বিষয়ে পরিচালক সিদ্দিক বাংলানিউজকে বলেন, টি হ্যাভেনের টার্গেট ব্যবসার পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করা। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। যেসব পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়া করার সামর্থ্য নেই তাদের পাশে দাঁড়ানো, কন্যাদায়গ্রস্ত বাবা-মাকে সহযোগিতা করা, বিপদে সঙ্গে থাকা, বন্যাকবলিতদের পাশে দাঁড়ানোর মতো জনসেবামূলক কাজ আমরা নিয়মিত করতে চাই।
 
এসময় উপস্থিত ছিলেন, ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহসিন আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুল আলী,পৌর যুবলীগের সহ সভাপতি
কামরুল হাসান দোলন, ফণিভূষণ চক্রবর্তী প্রমুখ।
 
বাংলাদেশ সময়:০০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।