ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় ‘জহুরপুর-হিংগারপাড়া’ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন সংসদ সদস্য রনজিত কুমার রায়

যশোর: যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায় বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। আগামী নির্বাচনেও জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তাই নির্বাচনে কারচুপির আশঙ্কা করে বিএনপির লাভ নেই।

শুক্রবার (২৭ জানুয়ারি) হিংগারপাড়ায় ‘জহুরপুর-হিংগারপাড়া’ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  আগামীতে বাঘারপাড়া-অভয়নগরের প্রত্যেকটি রাস্তা পাকা হবে, প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

বর্তমান সরকারের আমলেই বাঘারপাড়ার অবহেলিত এ অঞ্চলের রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন শুরু হয়েছে।

এক কোটি তিন লাখ টাকা ব্যয়ে জহুরপুর-হিংগারপাড়ার দুই কিলোমিটার রাস্তার উন্নয়ন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘন্টা,  ২৭ জানুয়ারি ২০১৭
এসই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।