শেরপুর: শেরপুরের শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কের বটতলা এলাকায় ট্রাকচাপায় উজির আলী (৪৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজির আলী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার টিকরকান্দি গ্রামের বাসিন্দা।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম বাংলানিউজকে জানান, উজির আলী ভাড়ায় ভ্যান চালিয়ে শ্রীবরদী শহর থেকে নিজ বাড়ির উদ্দেশে আসছিলেন। পথে উপজেলার বটতলা ছনকান্দা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পেছন থেকে একটি ট্রাক তাকে তার ভ্যানটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।