ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ইতিহাসে এই দিন

প্রথম বাংলা পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ প্রকাশ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
প্রথম বাংলা পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ প্রকাশ প্রথম বাংলা পত্রিকা ‘সংবাদ প্রভাকর’

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জী মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৭ জানুয়ারি, ২০১৭, শুক্রবার। ১৪ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮৩১ - কবিগুরু ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।
•    ১৮৮২ - কলকাতা-বোম্বাই দূরালাপনি চালু হয়।
•    ১৯৮৬ - মার্কিন নভোখেয়াযান চ্যালেঞ্জার বিধ্বস্ত হয়ে সাত ক্রুর মৃত্যুবরণ করেন।
•    ২০১০ - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারী পাঁচ জনের ফাঁসি কার্যকর করা হয়।

ঘটনা
•    ১৮৬৫ - ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা লালা লাজপত রাইয়ের জন্মগ্রহণ।
•    ১৯৩৯ - নোবেলজয়ী আইরিশ লেখক ডব্লিউ বি. ইয়েটসের প্রয়াণ।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।