ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রাণ আচার প্রতিযোগিতায় বর্ষ সেরা শাহনাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
প্রাণ আচার প্রতিযোগিতায় বর্ষ সেরা শাহনাজ বর্ষ সেরা আচার প্রতিযোগী শাহনাজ শারমিন-ছবি: অানোয়ার হোসেন রানা

ঢাকা: প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতায় বর্ষ সেরা আচার প্রতিযোগী নির্বাচিত হয়েছেন ঢাকার শাহনাজ শারমিন। পুরস্কার হিসেবে তিনি জিতে নিয়েছেন ২ লাখ টাকা।

শুক্রবার ( ২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগররের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'প্রাণ ১৭ তম জাতীয় আচার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার  হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
সেরা প্রতিযোগী শাহনাজ শারমিনের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংগীত শিল্পী ফৌরদোস আরা।


শাহনাজ শারমিন বলেন, এ পযর্ন্ত আসতে আমার অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন এ ত্যাগের ফল পেয়ে অনেক ভালো লাগছে।
অনুষ্ঠানে জানানো হয়, আচার প্রতিযোগিতায় প্রায় সাড়ে চার হাজার প্রতিযোগীর সাড়ে ৭ হাজার  আচার জমা পড়েছে। এখান থেকে ৪৮টি আচার ফাইনালের জন্য নির্বাচন করা হয়।
এর মধ্যে টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য এই চার ক্যাটাগরিতে তেরো জনের আচার সেরা নির্বাচিত করে পুরস্কার দেওয়া হয়। বর্ষা সেরা আচার প্রতিযোগিকে ২ লাখ টাকা দেওয়া হয়।
এছাড়া  প্রতি ক্যাটাগরির সেরা প্রতিযোগিকে ৫০ হাজার টাকা, ২য় সেরা প্রতিযোগিকে ওয়াশিং মেশিন ও ৩ য় প্রতিযোগিকে মাইক্রোওভেন পুরস্কার হিসেবে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রাণ আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী, চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক ইসরারুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘন্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এমসি/এসই/আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।