ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভর্তি বাণিজ্য মানেই দুর্নীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
ভর্তি বাণিজ্য মানেই দুর্নীতি

নারায়ণগঞ্জ: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, এমপিওভুক্ত মানেই সরকারি স্কুল। আর সরকার সেখানে টাকা দেয় সেখানে সরকারের অধিকার আছে। সেই স্কুলে যেন ভর্তি বাণিজ্য না হয় সেজন্য আমরা একটি টিম গঠন করা করেছি।

শুক্রবার (২৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ ভূইয়ারবাগ বিদ্যা নিকেতন স্কুলের ১০ বছর পূর্তি উৎসবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ  বলেন, ভর্তি বাণিজ্য মানেই দুর্নীতি।

সেই দুর্নীতি রোধে টিম গঠন করেছি, কাজ শুরু হয়েছে। আমরা চাই জনগণ নির্ধারিত ফি দিয়ে বাচ্চা ভর্তি করুক। ২০ জন ভর্তি করার কথা সেখানে যদি ২২ জন হয় তখন আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকি।
 
দুদক চেয়ারম্যান বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের দুর্নীতিকে ‘না’ বলুন এ অঙ্গিকারের শপথ বাক্য পাঠ করান। তিনি স্কুলের বিভিন্ন ক্লাস রুম পরিদর্শন করেন।
 
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘জিপিএ ৫ বা গ্রেড পেলেই শিক্ষা না। যেটা নিজের জীবনে কাজে লাগে সেটাই আসল শিক্ষা। আমাদের দেশে শিক্ষিতের অভাব নেই। দুর্ভাগ্য শিক্ষার অভাব। শিক্ষা সহজ নয়। শিক্ষা মানে নকল করা বা কাউকে দেখে লেখা শিক্ষা নয়। এর ফলে এখনও এমএ পাস, বিএ পাস, এইচএসসি পাস এমনকি এসএসসি পাস শিক্ষার্থী চাকরি পায় না। আমাদের শিক্ষার ভিত তৈরি করতে হবে। ’
 
বিদ্যা নিকেতন স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি কাসেম হুমায়নের সভাপতিত্বে এবং কার্যকারী সদস্য আব্দুস সালামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিঞা, বিদ্যা নিকেতন ট্রাস্টের ট্রাস্ট সচিব দেলোয়ার হোসেন চুন্নু, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ।

বিদ্যা নিকেতন স্কুলের ১০ বছর পূর্তি উৎসব ২০১৭ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও সহ-মহাপরিচালক ড. শামসুল আরেফিন। এসময় তিনি বিদ্যালয়ের একটি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।