স্থানীয়রা জানায়, ওই গ্রামের খাইরুল ইসলামের ছেলে আলমগীর হোসেনের (৩২) সঙ্গে জমিজমা সংক্রান্ত ব্যাপারে তার চাচা এনামুল হক এবং চাচাতো ভাই নিপু (২৬) ও ফাইজুদ্দিনের (২৩) সঙ্গে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।
ব্যাপারে শিবগঞ্জ থানার দায়িত্বরত উপ পরিদর্শক (এসআই) মুরাদ আলি জানান, জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরএ