ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
শিবগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার মারধরে নিহত হয়েছেন আলমগীর (৩২) এক যুবক। শুক্রবার (জানুয়ারি) বিকেলে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের খাইরুল ইসলামের ছেলে আলমগীর হোসেনের (৩২) সঙ্গে জমিজমা সংক্রান্ত ব্যাপারে তার চাচা এনামুল হক এবং চাচাতো ভাই নিপু (২৬) ও ফাইজুদ্দিনের (২৩) সঙ্গে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে চাচা এনামুল হক ও চাচাতো ভাই নিপু ফাইজুদ্দিন লাঠি দিয়ে আলমগীরের মাথা ও শরীরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

ব্যাপারে শিবগঞ্জ থানার দায়িত্বরত উপ পরিদর্শক (এসআই) মুরাদ আলি জানান, জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।