ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সহকারী শিক্ষককে পেটানোর অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
সহকারী শিক্ষককে পেটানোর অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

ঠাকুরগাঁও: ক্লাস রুটিনে প্রধান শিক্ষককে ক্লাস দেওয়ায় সহকারী শিক্ষককে পেটানোর অভিযোগে প্রধান শিক্ষক অহিদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে রুহিয়া থানার পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে।

২৩ জানুয়ারি ঠাকুরগাঁও সদর উপজেলার দীপশিখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক ভবানন্দ পাল ওই বিদ্যালয়ের ক্লাস রুটিন তৈরি ও বিভিন্ন শিক্ষকের কর্ম বন্টন করেন।

প্রধান শিক্ষক অহিদুল হককে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ইংরেজি ক্লাস দেওয়া হয়।

প্রধান শিক্ষক কোনদিন কোন ক্লাস নেন না। তাকে ক্লাস দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রুটিন প্রস্তুতকারী  বিএসসি শিক্ষক ভবানন্দ পালকে শার্টের কলার ধরে এলাপাতাড়ি মারধর শুরু করেন।

এ সময় সহকারী শিক্ষক আব্দুল বাতেন, আনন্দ শর্মা, নজরুল ইসলাম ও ক্লার্ক মখলেসুর রহমান ও দুলাল প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে মাফলার দিয়ে ভবানন্দ পালকে একটি গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। তার চিৎকার শুনে ছুটে এসে উত্তেজিত শিক্ষকদের কাছে থেকে বিএসসি শিক্ষককে উদ্ধার করে এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেই থেকে শিক্ষক ভবানন্দ পাল হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, শুক্রবার ভবানন্দ পালের স্ত্রী গীতা বাদী হয়ে প্রধান শিক্ষক সহ ৫ শিক্ষককে আসামি করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রুহিয়া থানা পুলিশের উপ পরিদর্শক তসির উদ্দীন প্রধান শিক্ষক অহিদুল হককে গ্রেফতার করে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, অপর আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।