ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে চার দোকান পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
কালিয়াকৈরে চার দোকান পুড়ে ছাই

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার অপূর্ব বল জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় তোফাজ্জল হোসেনের মুদি ও প্লাস্টিক দোকানে আগুন লাগে।

মুহুর্তের মধ্যে আগুন পাশের আনোয়ার হোসেনের দুটি মুদি ও জহিরুল ইসলামের একটি ওষুধের দোকানে ছড়িয়ে পড়ে।

আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।