শনিবার (২৮ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকা থেকে আব্দুলল্লাহ আল মামুন ও রকিবুল ইসলাম নামে ওই দুই হুজি সদস্যকে আটক করা হয়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাবের একটি দল কার্পাসডাঙ্গা এলাকায় অভিযান চালায়।
দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে প্রেসব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসআই