নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় হালতিবিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফজাল হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত আফজাল হোসেনের বাড়ি নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, সকালে আফজাল হোসেন বাড়ির পাশে হালতিবিলে বোরো ধানের জমিতে পানি সেচ দিতে বৈদ্যুতিক মোটর চালু করেন। এসময় তিনি মোটর চালু অবস্থায় আর্থিং রড উঠিয়ে পুনরায় মাটিতে পুঁততে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ অবস্থায় স্থানীয় লোকজন আফজালকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।