ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

র‌্যাডিসন ব্লুতে ‘এশিয়ান ফিউশন ফুড কোর্ট’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
র‌্যাডিসন ব্লুতে ‘এশিয়ান ফিউশন ফুড কোর্ট’ র‌্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউতে মিলবে এশিয়ার রকমারি খাবারের স্বাদ

এবার থেকে র‌্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউতে মিলবে এশিয়ার রকমারি খাবারের স্বাদ। আগামী ১ ফেব্রুয়ারি এখানে যাত্রা শুরু করবে ‘এশিয়ান ফিউশন ফুড কোর্ট’।

এ ফুড কোর্ট এশিয়ার বিভিন্ন দেশের খাবারের বিশাল সম্ভার নিয়ে হাজির হচ্ছে ভোজনরসিকদের জন্য। এখানে যেমন মিলবে থাই ও জাপানি মুখরোচক খাবার, তেমনি মিলবে চীনের জিভে জল আনা স্বাদের খাবারও।

ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি মিলবে বাংলাদেশেরও রকমারি খাবার।

ভোজনবিলাসীদের কাছে খাবার সুস্বাদু ও আকর্ষণীয় করতে এখানকার খাবারে হরেক রকমের মশলা ও নানা ধরনের সস ব্যবহার করা হবে।

ফুড কোর্টে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে গ্রিন চিকেন কারি, টম ইয়ম গুন স্যুপের। থাকবে হরেক রকমের সি-ফুড।

ছিমছাম এই রেস্টুরেন্টের দেখা মিলবে পাঁচতারা হোটেলটির লেভেল ৫ এ। রেস্টুরেন্টটির সাজসজ্জায়ও থাকছে নান্দনিকতা।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।