এ ফুড কোর্ট এশিয়ার বিভিন্ন দেশের খাবারের বিশাল সম্ভার নিয়ে হাজির হচ্ছে ভোজনরসিকদের জন্য। এখানে যেমন মিলবে থাই ও জাপানি মুখরোচক খাবার, তেমনি মিলবে চীনের জিভে জল আনা স্বাদের খাবারও।
ভোজনবিলাসীদের কাছে খাবার সুস্বাদু ও আকর্ষণীয় করতে এখানকার খাবারে হরেক রকমের মশলা ও নানা ধরনের সস ব্যবহার করা হবে।
ফুড কোর্টে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে গ্রিন চিকেন কারি, টম ইয়ম গুন স্যুপের। থাকবে হরেক রকমের সি-ফুড।
ছিমছাম এই রেস্টুরেন্টের দেখা মিলবে পাঁচতারা হোটেলটির লেভেল ৫ এ। রেস্টুরেন্টটির সাজসজ্জায়ও থাকছে নান্দনিকতা।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরআর/এইচএ/