ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাগমারায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
বাগমারায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার দেউলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজিত কুমার (৪৮) নামের এক স্কুল শিক্ষক নিহত ও ৫ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সুজিত কুমারের বাড়ি বাগমারা উপজেলার বড়বিহানালী গ্রামে।

তিনি উপজেলার কনোপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

রাজশাহীর বাগমারা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ছেলের সঙ্গে দেখা করে রাজশাহী থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাগমারার ভবানীগঞ্জে আসছিলেন সুজিত কুমার। তাদের বহনকারী অটোরিকশাটি উপজেলার দেউলা বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং সুজিত কুমারসহ ৬ জন আহত হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজিত কুমারকে মৃত ঘোষণা করেন।

উন্নত চিকিৎসার জন্য অন্য আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর ময়নাতদন্তের জন্য সুজিত কুমারের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান ওসি তদন্ত আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।