ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক পথিক সাহার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানমালা চলছে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
সাংবাদিক পথিক সাহার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানমালা চলছে 

ঢাকা: সাংবাদিক, রাজনীতিক ও প্রাক্তন ছাত্রনেতা পথিক সাহার পঞ্চম মৃত্যুবার্ষিকী রোববার (২৯ জানুয়ারি)। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক এই সাধারণ সম্পাদক মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।  

দিবসটি উপলক্ষে ‘সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদ’ ও প্রয়াতের পরিবারের পক্ষ থেকে মানিকগঞ্জের গড়পাড়া-গাঙ্গুলীনগর গ্রামের পৈত্রিক নিবাসে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

 

প্রথম দিন শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে চলছে শিশু চিত্রাঙ্কন, ‘মুক্তিযুদ্ধে মানিকগঞ্জ’ শীর্ষক আন্ত:স্কুল বিতর্ক, দেওয়াল পত্রিকা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিকালে পথিক সাহার কর্মজীবনের ওপর আলোচনা সভা শেষে রাতে অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভাগবৎ গীতা পাঠ।  


দ্বিতীয় ও শেষদিন রোববার বেলা ১২টায় মহাপ্রভুর ভোগরাগ এবং দুপুর দেড়টায় প্রসাদ বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়েছে।  

সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদের সভাপতি নূহ-উল আলম লেনিন ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এসব আয়োজনে উপস্থিত হয়ে প্রয়াতের বিদেহি আত্মার শান্তি কামনার জন্য তার সতীর্থ, সহকর্মী, স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।  

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা পথিক সাহা ২০১১ সালের ২৯ জানুয়ারি ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।