ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দোকানিকে গরম তেলে ঝলসে দিলো কাস্টমার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
বগুড়ায় দোকানিকে গরম তেলে ঝলসে দিলো কাস্টমার বগুড়ায় ফুটন্ত তেলে ঝলসে যাওয়া রাবেয়া মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন/ছবি-আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় যথা সময়ে পাপর ভেজে না দেওয়ায় ৫০ বছর বয়সী রাবেয়া নামে এক বৃদ্ধাকে গরম তেলে ঝলসে দিলেন শরিফ উদ্দিন রতন নামে এক কাস্টমার।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার মালগ্রাম কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাবেয়ার ভাই মো. চাঁন বাংলানিউজকে বলেন, স্বামী আবুল কাশেম ‍অভাবী হওয়ায় তার কাজে সহযোগিতা করেন রাবেয়া।

তার স্বামী রিকশা ও ভ্যান চালান। আর বিকেলে বাড়ির পাশে দোকান বসিয়ে ডালপুরি, সিঙ্গারাসহ বিভিন্ন ধরনের ভাজা খাবার বিক্রি করেন।

শুক্রবার সন্ধ্যায় তাদের দোকানে পাপর কিনতে আসেন একই এলাকার হবিবর কসাইয়ের ছেলে শরিফ উদ্দিন রতন। পাপর ভেজে দিতে দেরি হওয়ায় ফুটন্ত তেলের কড়াইয়ে লাথি মারেন রতন। এতে তেল ভর্তি কড়াই আমার বোনের শরীরে গিয়ে পড়ে। ফুটন্ত তেলে ঝলছে যায় মুখমন্ডলসহ প্রায় সারা শরীর।  

তিনি বলেন, বর্তমানে রাবেয়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন।  

এ ঘটনায় রতনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মো. চাঁন।

বেলা ১২টার দিকে শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম চিকিৎসকের বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, ফুটন্ত তেলে রাবেয়ার মুখ ও শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে। তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন।  

তবে ঘটনার পর থেকেই রতন পলাতক রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এমবিএইচ/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।