শনিবার (২৮ জানুয়ারি) সকালে বন্দর উপজেলায় একটি তুলার গোডাউন ও রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম উপজেলার রামনগর এলাকার মৃত আবদুল গফুর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বন্দর উপজেলার ধামগড়ে ইলিয়াস মিয়ার মালিকানাধীন একটি তুলার গোডাউন ও ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে সকালে আগুনের সূত্রপাত হয়।
আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে তুলার গুদামে থাকা নৈশপ্রহরী নুরুল ইসলাম ও আলী আকবর দগ্ধ হয়।
তাদের মধ্যে নুরুল ইসলামকে শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আলী আকবরকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্যারেজ মালিক ইলিয়াস আলীর দাবি, আগুনে তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ খবরটি বাংলানিউজকে জানান।
তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এএটি/বিএস