শনিবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। মানবন্ধনে টাইম স্কেল ও সিলেকসন গ্রেড বাবদ আহরিত অর্থ অন্যায়ভাবে কর্তনের প্রতিবাদও জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক তোফায়েল আহমেদ বলেন, দেশের প্রতিটি এজি অফিসগুলোতে প্রশাসনিক ও আর্থিক হয়রানির মহোৎসব চলছে। চাকরি জীবনে আহরিত সুযোগ-সুবিধা টাইম স্কেল ও সিলেকসন গ্রেড যাচ্ছেতাই ভাবে কর্তন করা হচ্ছে। শুধু তাই নয় পেনশন উত্তোলনের ক্ষেত্রে অহেতুক প্রতিবন্ধকতা ও জটিলতা সৃষ্টি করে রাখা হয়েছে।
এ ক্ষেত্রে কোন বিধি-বিধান অনুসরণ করা হচ্ছে না। এমনকি এ বিষয়ে আদালতের চূড়ান্ত নির্দেশও অমান্য করা হচ্ছে বলেও জানান তোফায়েল আহমেদ।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন উত্তোলনের ক্ষেত্রে অহেতুক জটিলতার অবসানসহ প্রশাসনিক ও আর্থিক হয়রানি বন্ধের দাবি জানান তিনি।
মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য সচিব মো. ইসমাইল ভূইয়াসহ বিভিন্ন দপ্তর ও জেলা থেকে আসা প্রতিনিধি ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জনুয়ারি ২৮, ২০১৭
পিএম/এমজেএফ