বাগাতিপাড়ায় আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই-ছবি: বাংলানিউজ
নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ডুমরাই রামপাড়া গ্রামে আগুনে এক পরিবারের পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুর মোহাম্মদ বাংলানিউজকে জানান, সকালে রামপাড়া গ্রামের মৃত ছাইফুদ্দিনের ছেলে জাকারিয়ার বাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
এতে জাকারিয়ারসহ তার অপর চার ভাইয়ের পাঁচটি বসতঘর এবং ঘরে থাকা নগদ অর্থসহ, বাড়ির আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।