ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে মেঘনার চরে লঞ্চ আটকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
লক্ষ্মীপুরে মেঘনার চরে লঞ্চ আটকা মেঘনার চরে আটকা পড়া লঞ্চটি/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মেঘনা নদীতে জেগে ওঠা চরে শতাধিক যাত্রী নিয়ে গ্রিন ওয়াটার-৫ নামে একটি বরিশালগামী লঞ্চ আটকা পড়েছে। শনিবার (২৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাটের অদূরে মেঘনা নদীতে জেগে ওঠা চরে লঞ্চটি আটকা পড়ে। পরে দুপুর সোয়া ২টা পর্যন্ত চেষ্টা করেও তা উদ্ধার করা সম্ভব হয়নি।

লঞ্চটিতে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নদীতে মাছ ধরার বেশ কয়েকটি ট্রলার এসে যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায়।

গ্রিন ওয়াটার-৫’র মাস্টার (চালক) শাওন মিয়া জানান, মজু চৌধুরীর হাট থেকে যাত্রী নিয়ে বরিশাল যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে লঞ্চটি চরে উঠে যায়।

সকাল থেকে পাম্প মেশিন দিয়ে মাটি পিচ্ছিল করে লঞ্চটি উদ্ধারের চেষ্টা চালানো হয়। নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেলে দ্রুত উদ্ধার সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
বিএসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।