রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ধর্ষণ মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই যুবক হলেন- গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার ইমান উল্লাহ’র ছেলে ইমরান (২৬) ও আমান উল্লাহ’র ছেলে রাজু খান (২৪)।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহীদুল আলম বাংলানিউজকে জানান, শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ করে ওই দুই যুবক।
পরে ধর্ষণের অভিযোগ এনে ওই গার্মেন্টস কর্মী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।