ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
নড়াইলে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন নড়াইলে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন

নড়াইল: নড়াইলের আমাদা আদর্শ কলেজ চত্বরে দুই দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে পিঠামেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলেজ পরিচালনা পর্ষদ ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুণ্ডু, এবিএনকে আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রায়, সহকারী শিক্ষক জাকির হোসেন খান, আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা বেগম ও প্রভাষক রূপক মুখার্জি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।