ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়ে সেমিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়ে সেমিনার গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়ে সেমিনার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ‘জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের ভূমিকা ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা পর্যায়ে ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুবর্ণ জয়ন্তী’ উদযাপনের উদ্দেশ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

 

যাতে প্রধান অতিথি ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল হক খান।

জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর হাসিবুদ্দীন আহমেদ, সুকল্যাণ বাছাড়, সহকারী কিউরেটর মাসুদুর রহমান প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
বিএসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।