শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘সুশাসন ও উন্নয়ন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধ করতে আমরা ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছি।
উন্নয়নের সঙ্গে সুশাসনের নিবিড় সম্পর্ক রয়েছে। সুশাসন ছাড়া ধারণযোগ্য উন্নয়ন সম্ভব নয়। আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, জঙ্গিবাদ একটি দেশের উন্নয়নে বাধা। তবে বর্তমান সরকার এ বিষয়গুলো কঠোরভাবে মোকাবেলা করছে। এ লক্ষ্যে সরকার সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পিছপা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) সহযোগিতায় লোক প্রশাসন বিভাগ দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
এতে সভাপতিত্ব করেন লোক প্রশাসন বিভাগের সভাপতি ড. পারভেজ আজহারুল হক।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন- হেকেপ সাব-প্রজেক্ট ম্যানেজার ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূরুল মোমেন।
দুই দিনব্যাপী এ সম্মেলনে মোট ৬৪টি প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে। সম্মেলনে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, নেপালসহ বিভিন্ন দেশের ৩০ জন বিদেশি গবেষক অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এনটি/এসআই