ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তথ্য প্রবাহ নিশ্চিত হলে দুর্নীতি কমে যাবে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
তথ্য প্রবাহ নিশ্চিত হলে দুর্নীতি কমে যাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

রাবি (রাজশাহী): পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দুর্নীতি যেকোনো দেশের উন্নয়নকে ব্যাহত করে। তথ্য প্রবাহ নিশ্চিত হলে জবাবদিহিতা নিশ্চিত হবে। তখন দুর্নীতিও কমে যাবে।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘সুশাসন ও উন্নয়ন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধ করতে আমরা ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছি।

এছাড়া সুশাসন নিশ্চিত করতে আমরা বিভিন্ন ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দিয়েছি।

উন্নয়নের সঙ্গে সুশাসনের নিবিড় সম্পর্ক রয়েছে। সুশাসন ছাড়া ধারণযোগ্য উন্নয়ন সম্ভব নয়। আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, জঙ্গিবাদ একটি দেশের উন্নয়নে বাধা। তবে বর্তমান সরকার এ বিষয়গুলো কঠোরভাবে মোকাবেলা করছে। এ লক্ষ্যে সরকার সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পিছপা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) সহযোগিতায় লোক প্রশাসন বিভাগ দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

এতে সভাপতিত্ব করেন লোক প্রশাসন বিভাগের সভাপতি ড. পারভেজ আজহারুল হক।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন- হেকেপ সাব-প্রজেক্ট ম্যানেজার ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূরুল মোমেন।

দুই দিনব্যাপী এ সম্মেলনে মোট ৬৪টি প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে। সম্মেলনে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, নেপালসহ বিভিন্ন দেশের ৩০ জন বিদেশি গবেষক অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।