ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে দুই দিনব্যাপী জেলা সম্মেলন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
মৌলভীবাজারে দুই দিনব্যাপী জেলা সম্মেলন শুরু

মৌলভীবাজার: মৌলভীবাজারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের দুই দিনব্যাপী ২৫তম জেলা সম্মেলন শুরু হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি লুনা নূর।

উদ্বোধন শেষে একটি ৠালি বের হয়।

ৠালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকী আক্তার, কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য আব্দুর রব, রইস উদ্দিন, কাজী রিতা, মাহমুদা খাঁ, প্রশান্ত দেব, দীপংকর দাশগুপ্ত, স্বপন দেবনাথ, সুবিনয় শুভ, মনশ্রী জুঁই, মো. ফয়জুল হক, মৃদুল দেবনাথ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।