শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের নানা প্রান্তের বসুন্ধরা পেপারের পরিবেশকরা উপস্থিত ছিলেন।
এবারের সেরা ১০ পরিবেশক হলেন পর্যায়ক্রমে মোহাম্মদীয়া পেপার স্টোর, ইউসুফ এন্টারপ্রাইজ, মেসার্স আহমেদ ট্রেডিং করপোরেশন, জিএম ব্রাদার্স, ন্যাশনাল পেপার, মেসার্স কাগজ (রংপুর), রাঙ্গুনিয়া পেপার (চট্টগ্রাম), মেসার্স ইউনিভার্সাল পেপার, মেসার্স করতোয়া পেপার ডিপো (বগুড়া) ও মনোরম ট্রেডিং।
এ সময় নতুন বছরের জন্য পরিবেশকদের টার্গেট নির্ধারণ করে আকর্ষণীয় কমিশন ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান।
তিনি আরও বলেন, আমরা আমাদের পরিবেশকদের পাশে সব সময়ই থাকার চেষ্টা করছি। এরই মধ্যে কমিশন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে পরিবেশকদের জন্য একটি টার্গেটও বেঁধে দেওয়া হচ্ছে।
মোস্তাফিজুর রহমান জানান, বসুন্ধরা গ্রুপ এখন থেকে পরিবেশকদের কমিশন থেকে আয় করা অর্থের ওপর ধার্য করা আয়কর ও ভ্যাটের অর্ধেক পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কাগজের মান নিয়ে কোনো জটিলতা তৈরি হলে দ্রুত সময়ের মধ্যে তা রিপ্লেসমেন্টেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যে নতুন দুটি ইউনিট উৎপাদনে যাচ্ছে। ফলে পরিবেশকদের চাহিদা পূরণে আর কোনো জটিলতা ও সংকট থাকছে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের হেড অব সেলস (পেপার প্রডাক্ট) মাসুদুর রহমান, হেড অব অ্যাকাউন্টস (বসুন্ধরা পেপারস) মির্জা মুজাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরএম/আরআর/এমজেএফ