ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে নির্বাচন কমিশনার শাহনেওয়াজের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
টাঙ্গাইলে নির্বাচন কমিশনার শাহনেওয়াজের মতবিনিময়

টাঙ্গাইল: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার (ইলেকশন কমিশন-ইসি) মোহাম্মদ শাহনেওয়াজ।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে কালিহাতী ডিগ্রি কলেজে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কর্মকর্তাদের উদ্দেশে শাহনেওয়াজ বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার আপনারা তা নেবেন।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।

এর আগে তিনি কালিহাতী সদরে বন বিভাগের রেস্ট হাউজে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, টাঙ্গাইল জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসার উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ ও কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান মিয়া।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।