এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে জেলার আমতলী ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করে পটুয়াখালী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-আট এর সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন-পাথরঘাটা উপজেলার কালিবাড়ি এলাকার মো. সুলতান মিয়ার ছেলে ইমরান হোসেন (২৫) ও আমতলী উপজেলার চুনাখালী গ্রামের মৃত সুলতান শিকদারের ছেলে মো. আব্দুল মতিন (৩৫)।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-আট এর পটুয়াখালী ক্যাম্পের একটি দল ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে সুলতান ও মতিনকে আটক করে। এ সময় তাদের কাছে ১০ গ্রাম হেরোইন, ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট পাওয়া যায়।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
বিএসকে/এসআই