শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে ঢাকা সার্চ স্কেটিং ক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সার্চ স্কেটিং ক্লাবের চেয়ারম্যান আরশাদ আলমসহ স্কেটিং ক্লাবের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, হেপাটাইটিস একটি প্রাণঘাতি রোগ। এই রোগের কারণে অনেক লোকের মৃত্য হয়। তাই এ রোগ থেকে মুক্ত থাকতে নিরাপদ পানি পান ও সঠিক চিকিৎসা নিতে হবে।
মানববন্ধন শেষে স্কেটিং র্যালি বের করা হয়। র্যালিটি বান্দরবানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের পর্যটন কেন্দ্র নীলাচলে গিয়ে শেষ হয়। এসময় ব্যানার ও প্লেকার্ড নিয়ে ক্লাবের সদস্যরা অংশ নেন। এছাড়াও জনগণকে হেপাটাইটিস বি রোগের কারণ ও মুক্তি পেতে নানা দিক নির্দেশনা ও লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এজি