ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রোববার মিরপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
রোববার মিরপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মিরপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে (ফাইল ফটো)

ঢাকা: রাজধানী ঢাকার মিরপুর এলাকায় রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর-১০ এর পশ্চিম পাশের এলাকা, কাজীপড়া, শেওড়াপাড়া, পীরবাগ, বড়বাগ, আগারগাঁও, সেনপাড়া পর্বতা এবং এর আশপাশ এলাকায় রোববার সকাল ১০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনিবার্য কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ বিষয়ে এসব এলাকার বাসিন্দাদের সচেতন থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।