ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে

সিরাজগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। ওই নির্বাচনে বিএনপি আসতেও বাধ্য হবে এবং হারতেও বাধ্য হবে। কারণ, শেখ হাসিনার উন্নয়ন দেখে মানুষ আবারও আওয়ামী লীগকেই ভোট দেবে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর গিরিশ ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এসময় বলেন, খালেদা জিয়া কথা বলে দাম বাড়াচ্ছেন।

নির্বাচন না করলে ধানের শীষ আর খুঁজে পাওয়া যাবে না। কোনো অজুহাত দেখিয়ে মিথ্যা আন্দোলনের ধোঁয়া তুলে লাভ নাই। আপনাদের আন্দোলন কী তা জনগণ দেখেছে।

আমরা খালি মাঠে গোল দিতে চাই না। ২০১৯ সালের নির্বাচনী মাঠে বিএনপির সঙ্গে মোকাবেলা করে আমরা জয়ী হবো, প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনা উন্নয়নের নেত্রী উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। ছিটমহল উদ্ধার, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যুৎ উৎপাদনসহ সব ক্ষেত্রেই উন্নয়নের মডেল এখন বাংলাদেশ।

রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক শেখ মো. শামীম ইকবাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মাহী, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, কাজিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী ও চর গিরিশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম মিন্টু।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।