শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখিপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সখিপুর সৃষ্টি সংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদের আয়োজনে এ টুর্নামেন্টর আয়োজন করা হয়।
সাংবাদিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির বিষয়ে মন্ত্রী বলেন, ওইদিন আমি বিষয়টি না জেনে বলেছিলাম। এখন এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে সার্বিক ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে পুলিশের সুসম্পর্ক রয়েছে। আর সুসম্পর্ক সব সময় থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- বাসইল-সখিপুরের সাংসদ অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল সদরের সাংসদ ছানোয়ার হোসেন, মহিলা সাংসদ মনোয়ারা বেগম, পুলিশ সুপার মাহবুব আলম, সখিপুর উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, সখিপুর পৌর মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এনটি