ছবি: বাংলানিউজ
বগুড়া: বেকারমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো. হেলাল উদ্দিন।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (বিআইআইটি) বগুড়ার কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিতরা খুব দ্রুত কর্মদক্ষ হয়ে ওঠে।
তাদের চিন্তা-চেতনায় দেশ-প্রেম আত্মকর্মসংস্থানের সম্ভাবনা ও পদ্ধতিগত পরামর্শ দিতে দেওয়া হলে তারাই একদিন সমৃদ্ধির বাংলাদেশ গড়বে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইআইটি’র প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নেকটার পরিচালক (উপ-সচিব) এস এম ফেরদৌস আলম ও বিআইআইটি’র উপাধ্যক্ষ বজলুল করিম বাহার।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এমবিএইচ/এসআরএস/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।