শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে লাইট হাউস রাজশাহী অফিসের সভাকক্ষে সংস্থার উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, লাইট হাউসের সিএলএস-ইজলাস প্রকল্প ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত চলে।
এর মধ্যে গ্রাম আদালতে ১ হাজার ৭শ’ ৪৬টি, সালিশি পরিষদে ১শ’ ৮৮টি, জেলা লিগ্যাল এইড কমিটিতে ২শ’৩০টি, অন্যান্য আইনি সেবা প্রদানকারী সংস্থায় ৯৬টি, ওয়ার্ড সালিশ কমিটিতে ৭৫টি এবং অফিস মেডিয়েশনে ১৯৮টি অভিযোগ গ্রহণ করা হয়।
এসব অভিযোগের মধ্যে মোট ১ হাজার ৪শ’ ৪৬টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া বিদেশে পাচারকৃত ১০ ব্যক্তিকে প্রত্যাবাসন করা হয়েছে বলে মতবিনিময় সভায় জানানো হয়।
সভায় লাইট হাউসের নির্বাহী প্রধান হারুন-অর-রশীদ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন বিষয় উপস্থাপন করেন, লাইট হাউস সিএলএস-ইজলাস প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন কো-অর্ডিনেটর আব্দুল বারী, প্রকল্প কর্মকর্তা সিদ্দিকুল আলম মামুন, রশিদা খাতুন ও উপজেলা কো-অর্ডিনেটর ইমদাদ আলী।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এমএস/এসআরএস/আরআই