ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আশুলিয়ায় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আশুলিয়া, সাভার: আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান এলাকায় নির্মাণাধীন  ভবনের দু’তলার ছাদ থেকে পড়ে সিরাজুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় আমিন মডেল স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পরে এ র্দুঘটনা ঘটে।

সিরাজুল ইসলাম পাবনা জেলার সুজানগর থানাধীন কুলারহাট গ্রামের মোকলেসুর রহমানের ছেলে।

তিনি আশুলিয়ার পলাশবাড়ির গণি হাজীর বাসায় থাকতেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ছোটন বাংলানিউজকে জানান, সকাল থেকে সিরাজুল আমিন মডেল স্কুলের নির্মাণাধীন ভবনের দু’তলায় কাজ করছিলেন। কাজ করার সময় বিকেলে হঠাৎ সিরাজুল ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় সিরাজুলকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে পুলিশ গণস্বাস্থ্য হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
 
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।