শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় আমিন মডেল স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পরে এ র্দুঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম পাবনা জেলার সুজানগর থানাধীন কুলারহাট গ্রামের মোকলেসুর রহমানের ছেলে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ছোটন বাংলানিউজকে জানান, সকাল থেকে সিরাজুল আমিন মডেল স্কুলের নির্মাণাধীন ভবনের দু’তলায় কাজ করছিলেন। কাজ করার সময় বিকেলে হঠাৎ সিরাজুল ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় সিরাজুলকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে পুলিশ গণস্বাস্থ্য হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এজি